Logo
Logo
×

খেলা

নওগাঁয় ব্যাডমিন্টন

Icon

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নওগাঁয় পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ডা. তারেক হোসেন। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর থানা চত্বরে অনুষ্ঠিত পুরুষ এককে নওগাঁ সদর হাসপাতাল দলের খেলোয়াড় ডা. তারেক হোসেন ৪-৩ সেটে নওগাঁ সদর মডেল থানা দলের খেলোয়ার ওসি (তদন্ত) আনোয়ার হোসেনকে হারান। দ্বৈতে নওগাঁ সদর আধুনিক হাসপাতাল দলের খেলোয়াড় ডা. মো. তারেক হোসেন ও ডা. মো. সানাউল হক ৬-৪ সেটে নওগাঁ সমাজসেবা ও পল্লী উন্নয়ন একাডেমি দলের খেলোয়াড় আবদুল্লাহিল মেজবাউল ইসলাম ও মাহবুবুল আলমকে হারিয়ে শিরোপা জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এ সময় বিজিবি’র ১৬ পদাতিক ডিভিশনের অধিনায়ক লে. কর্নেল খাদেমুল বাশার (পিএসসি), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সেলিম রেজা ও সিভিল সার্জন ডা. মমিনুল হক,উপস্থিত ছিলেন। নওগাঁ প্রতিনিধি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম